নিজস্ব প্রতিনিধি: আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি পাঠাগার গড়ি, এই শ্লোগান কে সামনে রেখে কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক আয়োজনে পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ উদ্্যাপন উপলক্ষ্যে ০১ জানুয়ারী সারা দেশের ন্যায় কালিগঞ্জেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্য পুস্তক উৎসব উদ্্যাপিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমার দত্তের সভাপতিত্বে সহকারী শিক্ষক গাজী আব্দুল্লাহ হাসানের সঞ্চলনায় পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আজবাহার আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়। এদিকে একই সময়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১লা জানুয়ারী নতুন বই পাঠ্য পুস্তক বিতরণ করেন প্রধান অতিথি বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সাকির আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী প্রমূখ। এছাড়া মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্য পুস্তক বিতরণ উৎসবের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদরাসার আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মাওঃ ফারুক হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভুমি) আজাহার আলী, উপজেলা শাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য মাওঃ কুতুবউদ্দিন আহমেদ। বই উৎসবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী। উপজেলার প্রাক- প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ¡াস দেখা গেছে। প্রতিবছরের মতো এ বছরও বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কালিগঞ্জ উপজেলায় ৪১ টি, মকদ্রাসা ২৫ টি, ইবতেদায়ী ১২ টি মোট ৭৮ টিসহ প্রাথমিক বিদ্যালয় গুলোতে বই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply