শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার হোসাইনিয়া আজিজীয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ইয়া গাওছুল আজম খুললনবী (রহঃ)স্মরণে পবিত্র শাহাদাতে কারবালার ১০তম বার্ষিকী ঐতিহাসিক উত্তর শ্রীপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ ই ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশিষ্ট খাদেম খায়রিয়া আজিজিয়া দরগা শরীফ আসমা হয়রতুল আল্লামা মোহাম্মদ বশির আহমেদ আজিজীর সভাপতিত্বে ও মাওলানা হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম আশিকী ও মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালনায়। উক্ত আজিমুশশান ওয়াজ ও নাতে রাসুলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সু সুমধুর কণ্ঠস্বর, সুন্নীয়াতের নয়নমনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মুফতি আব্দুল আজিজ রজভী খতিব আলিনগর আব্দুল আজিজ জামে মসজিদ চট্টগ্রাম।
বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর,অতন্দ্র প্রহরী হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খতিব ইমাম বাকারা শাহী জামে মসজিদ আশাশুনি।মাওলানা হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম নূরী খতিব চৌবাড়ীয়া নলতা।মাওলানা মোহাম্মদ মাহাবুবুল আলম আজিজী খতিব দক্ষিণ শ্রীপুর বাজার কেন্দ্রীয় বাইতুর সালাম জামে মসজিদ। এছাড়া আরো কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন দেশবরেণ্য সুন্নি ওলামায়ে কেরামগণ, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন এবং উক্ত মাহফিলে বিকাল ৩টা থেকে কেরাত,হামদ্ নাত,মানকাবাদ শারীফ ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, হোসাইনিয়া আজিজীয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রাস্টের সভাপতি ও ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম রেজা,সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান।সার্বিক সহযোগিতা করেন খায়দিয়া আজিজিয়া ফাউন্ডেশন উত্তর শ্রীপুর শাখা ও এলাকাবাসী।
Leave a Reply