আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর জামি’আ এমদাদিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাজারগ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা থেকে হাফেজ হিসেবে পাগড়ি গ্রহণ করেছেন ১৭ জন, মাওলানা ১০ জন, মহিলা হাফেজা ৪ জন, মহিলা আলেমা ৪ জন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ অজীহুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। পাগড়ী প্রদান অনুষ্ঠান ও সন্ধ্যায় মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ হাদীস ও কোরআন থেকে আলোচনা করেন গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামীম সাহেবজাদা পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব দাঃবাঃ, হযরত মাওঃ মুফতি আল-আমিন সাঈফী, সাতক্ষীরা তিলকুড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ আমিনুর রহমান, ঢাকা ইসলামী রিসার্স সেন্টার বিভাগের প্রধান আল্লামা রফিকুল ইসলাম আল মাদানী, হযরত মাওঃ রায়হান উদ্দীন আনসারী, হযরত মাওঃ মুফতি হাফিজুর রহমান, বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার শাইখুল হাদীস পীরে কামেল হযরত মাওঃ মুফতি আব্দুস সাদেক সাহেব দাঃবাঃ, নওগার হযরত মাওঃ আবু রায়হান, শ্রীফলকাটী মাদ্রাসার শিক্ষক হযরত মাওঃ সিরাজুল ইসলাম সিরাজী । সোমবার ভোরে মুসলিম উম্মাহ’র শান্তি অগ্রগতি ও উন্নতি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে ৩ দিন ব্যাপী মাহফিল সমাপ্ত হয়েছে। আখেরী মোনাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ অজীহুর রহমান এসময় আল্লাহু ধ্বনিতে এলাকায় মুখরিত হয়ে ওঠে। শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply