ফরিদুল কবীর, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় কালিগঞ্জে পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর উদ্যোগে এক দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বেলা ১০টা উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, ব্যানবেইচের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত, অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, ধুলিয়াপুর বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ার্যান গোবিন্দ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেক শিক্ষকদের বিদ্যালয়ে সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। তেমনি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার সহযাত্রী হতে হবে। এক্ষেত্রে উপজেলার মধ্যে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা নিতে হবে।
Leave a Reply