আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালীতে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অপরাধে ভ্রাম্যমান আদালতে পুষকৃত ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ ও বিনষ্ট সহ মাছ ব্যবসায়ীকে ৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। ১৯ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা মৌখালীতে তপন মন্ডল এর মাছের ঘরে যায় এবং পুষকৃত বাগদা চিংড়ি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে জানান তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আজাহার আলী ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালীতে অসাধু ব্যবসায়ী তপন মন্ডল (৩৮) পিতা মৃত পরিমল মন্ডল এর মাছের ঘরে অভিযান যায় এ সময় অভিযানে তার মাছের ঘর থেকে ২৫ কেজি পুষকৃত বাগদা চিংড়ি জব্দ করে তা বিনষ্ট করা হয়। এবং মাছ ব্যবসায়ী তখন মন্ডলকে ৫ দিনের বিনশ্রম কারাদন্ড প্রদান করেন। কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা এই অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন। এই রমজান মাসে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ ও গাছ থেকে অপরিপক্ক কাঁচা আম পেড়ে কেমিকাল মিশিয়ে পাকিয়ে বাজারজাত করছে। অসাধু ব্যবসায়ীদের বিপক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিজান অব্যাহত রয়েছে।
Leave a Reply