নিজস্ব প্রতিনিধি : ১২ই রবিউল আওয়াল মানবতার বার্তাবাহী শেষ নবী (মহানবী) হযরত মোহাম্মাদ (সাঃ) এর জন্মবার্ষিকী জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষ্যে কালিগঞ্জে বিশাল ধর্মীয় র্যালী জসনে জুলুস ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) সকাল দশটায় টায় কালিগঞ্জ উপজেলার মাঠ থেকে এক বিশাল ধর্মীয় র্যালি বাইর হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুসনে জুলুস র্যালী পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মাঠে
উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সাবেক মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হযরত মাওঃ আলহাজ্ব আশরাফুল ইসলাম আজিজীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক হাবিবুল্লাহ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুশিলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন মাওলানা রমিজ উদ্দিন মাওলানা আব্দুস সাত্তার। আলোচনা রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ওয়াজিয়ানবৃন্দ। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply