শিমুল হোসেন কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ইউপি দফাদার ও মহল্লাদারদের মাঝে সাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সোমবার (১২ ই জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য বলেন”মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পুলিশদের যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ দূর করতে সারাদেশের গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন।এরই অংশ হিসেবে আজকে কালিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হলো।
জন্ম-মৃত্যু নিবন্ধন,বাল্যবিবাহ রোধ,মাদক নির্মূল ও ইউনিয়নের আইনশৃংখলা বিষয়সহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে এবং বাড়ি বাড়ি গিয়ে দ্রুত সেবাদান ও দায়িত্ব-কর্তব্য পালনে এই বাই সাইকেলগুলো গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। শুধু এই বাই সাইকেলই নয় গ্রাম পুলিশদের ভাতা, পোশাক, টর্চ লাইট থেকে শুরু করে সব রকমের সুযোগ-সুবিধা দিয়ে আসছেন বর্তমান সরকার। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিক,গ্রাম পুলিশ, দফাদার ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply