নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানায় অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ ওসমান গনি (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে থানা এলাকার ৮নং ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের শামসুর রহমান গাজীর পুত্র। থানা পুলিশ সূত্রে জানাগেছে, মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক হাসান ও এ এস আই আবু জাফর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে কালিগঞ্জ বাসটার্মিনাল সংলগ্ন থেকে তাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply