শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জে শেখ আব্দুস সবুর নামে অবৈধ ইটভাটার মালিক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। শুক্রবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর ট্টামে অবস্হিত অনুমোদনহীন এস. এম (সায়েম) ব্রিকসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান,ভুক্তভোগী বীর মু্ক্িতযোদ্ধা সন্তান বেলাল হোসেন বিদ্যুৎ, অফিস স্টাফ বেল্লাল হোসেন, মাফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, সুনিল কর্মকার প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এস. এম (সায়েম) ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুস সবুর স্বল্পমূল্যে ইট বিক্রির কথা বলে বিভিন্ন ধাপে নামে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১ কোটি সাড়ে ১২ লক্ষ টাকা সংট্টহ করেন। সে দিনমজুর, কৃষক, শ্রমীক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের প্রলোভন দেখিয়ে ইট নেয়ার আগ্রহ সৃষ্টি করে।
তার এই প্রতারণার ফাঁদে আর্থিকভাবে নিঃস্ব হয়েছে শতাধিক দিনমজুর পরিবার। ভক্তভোগী রা তার কাছে ইট বা টাকা ফেরত চাইতে গেলে তার স্থানীয় ক্যাডার বাহীনি দিয়ে হুমকি ও মামলা দেয়ার ভয় দেখান। ভাটার ম্যানেজার মিয়ারাজ হোসেন বলছে বর্তমানে ইটভাটা বন্ধ রয়েছে। পরে সবাইকে ইট না হলেও টাকা দেড়েহবে। ভাটা মালিকের খপ্পরে পড়ে আমরা অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগীরা।তাই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীরা টাকার রশিদ বুকে নিয়ে ভাটা মালিকের সঠিক বিচার সহ ইট বা টাকা ফেরতের দাবি জানান।
Leave a Reply