স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে সাতহালিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই জন কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুর ৩:০০ টায় দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সাতহালিয়ার গ্রামে এই ঘটনা ঘটে। মারপিটে আহতরা হলেন শাহিন ও আশারাফ। বতর্মানে তারা উভয়ই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে মারফত জানতে পারি আসামি মোঃ মোহর আলি গাজী (৬৫), পিতা মৃত আক্কাজ গাজী রবিউল ইসলাম (৩৪), পিতা মৃত মোমিন গাজি হাবিবুর রহমান (৩৮), পিতা- মোহর আলী গাজী, শফিকুল ইসলাম (৪২), রফিকুল ইসলাম (৩৮), উভয় পিতা- মৃত মোমিন গাজী, এনছার আলী গাজী (৫৫), পিতা- মৃত আদাড় গাজী, মো মাসুম বিল্লাহ (২০), পিতা মো রফিকুল ইসলাম সর্ব সাং সাতহালিয়া কালিগঞ্জ সাতক্ষীরা। প্রতিপক্ষরা অত্যান্ত পরসম্পদ লোভী ভূর্মিদস্যু দাঙ্গাবাজ লাঠিয়াল আইন অমান্যকারি কলহপ্রিয় ব্যক্তিবর্গ। মোঃ মোহর আলি গাজীরা, শাহিন এর পিতার পৈতৃক সূত্রে প্রাপ্ত ভূমি অন্যায় অনধিকারে দখল করিবার জন্য বিগত বৎসর যাবত প্রায়তারা করছে। শাহিনের ভাই রিয়াজুল ইসলাম বাদি হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কাঃ বিঃ ১৪৫ ধারা মোতাবেক পি ১৪৮৩/২২ (কালিঃ) নং মামলা দায়ের করে। ১ নং আসামি বিজ্ঞ আদালতে পুটআপ আবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতের এক আদেশ বলে আমার সুদীর্ঘ দিনের শান্তিপূর্ণ ভোগ দখলীয় ভূমিতে গত ইং ১৮/৮/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল অনুমানিক ০৩.০০ ঘটিকায় সময় সকল প্রতিপক্ষদের হাতে ধারালো দা, কোদাল, কুড়াল, শাবল, লোহার রড, বাঁশের লাঠি এবং কলের লাঙ্গল নিয়া বে- আইনি জনতাবদ্ধে সাতহালিয়া গ্রামস্থ তার বসতবাড়ির দক্ষিণ পাশে সীমানায় তাদের ভোগ দখলীয় ভূমি তে অন্যায় অনধিকারে প্রবেশ করিয়া চাষ করিতে থাককে। শাহিনের ভাই রিয়াজুল ইসলাম ঐ জমিতে উপস্থিত হইয়া। প্রতিক্ষদের কাজে বাধা প্রদান করিলে রিয়াজুল ইসলাম কে খুন জখম হত্যা করিবার উদেশ্যে ধাওয়া করিতে থাকে। রিয়াজুল চিৎকার করিলে শাহিন ও তার ভাইপো আশারাফ ছুটে আসে তাকে বাঁচানোর চেষ্টা করে। রবিউল ইসলাম শাহিনকে হত্যা করার উদেশ্যে তার মাথায় ধারালো কদাল দিয়ে কোপমারে। মোহর আলী গাজি তার হাতে থাকা লোহার শাবল দিয়ে শাহিনের বাম পায়ে বাড়ি মেরে মাটি লুটিয়ে ফেলে। হাবিবুর রহমান ও মাসুম বিল্লাহ তাদের হাতে থাকা বাশের লাঠি দিয়া পিঠে রক্তাক্ত জখম করে। শফিকুল ইসলাম তার হাতে থাকা ধারালো দা দিয়ে আশারাফ হোসেন কে খুন জখম ও হত্যা করার উদেশ্যে মাথা কোপ মারে এতে সে অত্যান্ত মারাত্নক জখম হয়। হাবিবুর রহমান ও এনছার আলী গাজি আশারাফ কে হত্যা করার উদেশ্যে লোহার রড দিয়ে মাথায় ও পিঠে মারাত্নক জখম করে। শাহিন ও আশারাফ মাটিতে লুটিয়ে পরলে রিয়াজুল উচ্চ সরে চিৎকার করিলে এলাকাবাসি ছুটে এসে তাদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত ডা: চিকিৎসা দেন। শাহিন ও আশারাফ মারাত্মক জখম হওয়ার তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আহত শাহিন বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কালিগঞ্জ থানায় ওসি বলেন মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply