ভ্রাম্যমাণ প্রতিনিধ: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার,(১৬ আগষ্ট) সকাল ১০ টায় কলারোয়া উন্নয়ন পরিষদ (উপ) ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলী বিশ্বাস। বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, যে দেশে যত শিক্ষিত সে দেশে তত উন্নত। তাই শিক্ষার বিকল্প কিছুই নেই। শিক্ষকরায় হচ্ছে মানুষ গড়ার কারিগর,বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আপনাদের ভূমিকা অপরিহার্য এই ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ আপনারা মন দিয়ে শিখবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান (মনিটরিং অফিসার)গাজী শামিম হোসেন।মোঃ রবিউল ইসলাম (উপজেলা প্রোগ্রাম ম্যানেজার)মোঃ ইবাদুল ইসলাম কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন আশরাফ হোসেন প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এ বিষয়ে মিজানুর রহমান (মনিটরিং অফিসার)। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অধীনে কলারোয়ায় ২ পর্বের ১ম ধাপে ৩৫ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজার ১২ দিন বুনিয়াদী প্রশিক্ষণে দেওয়া হবে বলে জানিয়েছেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরা। অনুষ্ঠানটি প্রশিক্ষণের বাস্তবায়ন সহায়ক সংস্থা- সাতক্ষীর উন্নয়ন সংস্থা (সাস)। প্রশিক্ষণের বাস্তবায়ন সহযোগী সংস্থা-উন্নয়ন পরিষদ (উপ) কলারোয়া। বলে জানা যায়।
Leave a Reply