সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: ভারতে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও জীবন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কলারোয়ার কেঁড়াগাছিতে ইউনিয়ন ব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জুন) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান সমাবেত হন। অতঃপর ঐ সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাকডাঙ্গা মোড়, গাড়াখালি মোড়,ভাদিয়ালী রাজ্জাকের মোড় হয়ে বোয়ালিয়া ফকির পাড়া মোড় প্রদক্ষিন শেষে পুনরায় বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বরে এক সমাবেশে মিলিত হয়। ইউনিয়নের সচেতন সমাজের আয়োজনে ও আশার আলো ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম সুজনের পরিচালনায় ঐ সমাবেশে বক্তব্য রাখেন আশার আলোর সভপতি ও সমাবেশ কমিটির প্রধান সমন্বয়ক প্রভাষক আবু সাঈদ সরদার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সীমান্ত প্রেসক্লাব ও আমরা সেবক একতা সংঘের সাংগঠনিক সম্পাদক ডা.শফিকুর রহমান, আশার আলোর সাবেক সভাপতি মোঃ শাহিনুজ্জামান, বাশদহা মাদ্রাসার সহ সুপার মাওলানা রিয়াজুল ইসলাম, কেঁড়াগাছি মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম, হঠাৎগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মোকাম্মেল হোসাইন, মাওলানা ফিরোজ আহমেদ, পূর্ব তাতিপাড়া মসজিদের ইমাম শরিফুল ইসলাম, পশ্চিম তাতিপাড়া মসজিদের ইমাম মাওলানা কবির হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সহ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১০ সহগ্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ইসলামের সর্বশেষ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা) বিরুদ্ধে কটুক্তিকারীদের কঠোর শাস্তির দাবি জানান।
Leave a Reply