কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় জমির কাগজপত্র না থাকলেও অস্ত্রের মুখে প্রতারক চক্ররা জোরপূর্বক এক সাংবাদিক পরিবারের ১৭ বিঘা জমি দখল করে নিয়েছে। এঘটনায় কলারোয়া থানায় ন্যায় বিচার ও জমি ফেরত পাওয়ার আশায় ৫ভ‚মি দস্যুর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পরিবারবর্গ। ঘটনাটি ঘটেছে-উপজেলার হিজলদী গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়-উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের সাংবাদিক আলমের পিতা ইয়াছিন আলী গং এর হিজলদী মৌজায় ১০৪০ নং খতিয়ানে ৪৪৩শতক, ১০৪১ খতিয়ানে ৫৮৮ শতক, ২৮৪ নং খতিয়ানে ১৩২শতক, ১১৩১খতিয়ানে ৭৬ শতক, ১০৩৮ খতিয়ানে ২৩শতকসহ সর্ব মোট-১২৬২শতক জমি রেকর্ডীয় আছে। এর মধ্যে থেকে গায়ের জোরে অস্ত্রের ভয়দেখিয়ে কাগজপত্র ছাড়াই ভ‚মি দস্যু মজিবার, আব্দুর রউফ, আব্দুল হাকিম শাহিন মাঠের চাষকৃত ১৭বিঘা জমি দখল করে নেয়। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
Leave a Reply