আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ায় জমকালো আয়োজনে ছাত্রদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (১জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর বাসভবনের মোড় হতে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্লোগানের প্লে কার্ড ও প্রতীক হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সরকারি কলেজ প্রাঙ্গণ ঘুরে, পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়, সাবেক এমপির বাসভবন চত্বরে এসে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠে মিলিত হয়।এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জরো হয় তারা।এসময় আলোচনা সভায় ছাত্রসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্দেশ্যে ভার্চুয়ালি ফোনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন ২০৯০ সালে এরশাদ কে পতন করিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছিল এবং বেগম খালেদা জিয়া কে আপোষহীন নেত্রী বানিয়েছে এই ছাত্রদল,তাই আমি বিশ্বাস করি দেশে কোন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি হলে সর্বদা প্রথমে প্রস্তুত থাকবে ছাত্রদল।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ্জালাল সাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসান জামান প্রিন্স, সদস্য সচিব জি এম সোহেল। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ,জেলা বিএনপির অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর সহ—সভাপতি আখলাকুর রহমান শেলী, কলারোয়া বাজার সভাপতি শওকত হোসেন, যুবদলের আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু,যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক বি এম পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ন আহবায়ক রুহুল আমিন সাবেক চেয়ারম্যান আসাদ প্রমুখ।সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজারও অধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply