নিজস্ব প্রতিনিধিঃ কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী লিডার্সের সহযোগিতায় ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে । রবিবার (৯ জুলাই ২০২৩) সকাল ১০:০০ টায় লিডার্সের শাখা অফিস ঘড়িলালে ৩০০ জন কৃষকের মাঝে লবণ সহনশীল ধান বীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল। এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, ইউপি সদস্য মোঃ দিদারুল আলম,মোঃ রেজাউল করিম, ওসমান গনি খোকন,লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সিরাজুল ইসলাম, হিমাংশু মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, লিডার্স দীর্ঘ দিন যাবত এই এলাকায় কাজ করে আসছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় লবণাক্ততা অনুপ্রবেশ, খরা, অনিয়মিত বৃষ্টিপাত জলবদ্ধতা এবং সেচের জন্য পানির অভাবে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন হচ্ছে ফলে অনুকুল আবহাওয়া অভাবে কৃষি উৎপাদন কমেছে।
Leave a Reply