মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির জন্য যখন উপকূলবাসি হাহাকার তখন সুন্দরবনের কোল ঘেঁষে শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে সকল মানুষের সুপেয় মিষ্টি পানির অধিকার নিশ্চিত করণের জন্য বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আজ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারে মুন্সিগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা মিষ্টি পানির ব্যবস্থার শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন আমারনির্বাচনী প্রতিজ্ঞা ছিল এক নম্বর ওয়ার্ডে মানুষের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করা আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। আমার নির্বাচনী ইশতেহার মধ্যে গ্যারেজ বাজার কে আধুনিক বাজারে রূপান্তরিত করা মিষ্টি পানির ব্যবস্থা করনএবং এই এলাকায় নোনা পানি বন্ধ করে মিষ্টি পানি দিয়ে ধান চাষের জন্য কৃষকদের উৎসাহিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কোন জায়গা অনাবাদি ফেলে না রাখার অঙ্গীকার প্রতিফলন করা।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আঃ রব শ্যামনগর উপজেলা নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ , এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিমেষ কুমার পরিমল , বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এর কর্মকর্তাগণ ইউপি সদস্য, বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply