স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওলীগের নেতা-কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। আগামী ৭ জানুয়ারী দেশব্যাপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত ভার্চুয়াল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও প্রত্যাহারকৃত সাতক্ষীরা-২ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী আতাউল হক দোলন, সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি প্রমুখ। এসময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply