জিয়াউর রহমান: সদরের উত্তর ফিংড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে যথাযথ মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের মধ্যে রচনা, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও সংগীত প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীগনকে স্লেল বক্স,খাতা ও কলম পুরষ্কার হিসেবে প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ কুমার বসুর সভাপতিত্বে ও সাংবাদিক জিয়াউর রহমানের সন্চালনায় উপস্হিত ছিলেন এস এম সি সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভাপতি রফিকুল ইসলাম তার দীর্ঘ বক্তৃতায় বলেন- যারা বুকের তাজা রক্ত ও প্রাণ বিসর্জন দিয়ে আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছে সেই মুক্তিযোদ্ধা দের আমরা কখনো ভুলবোনা। আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ বাঙ্গালী জাতির শৃঙ্খল মুক্ত দিবস, মুক্ত বিহঙ্গের মত উড়ার দিবস। তিনি সকলের প্রতি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্বন্ধে জানার ও বোঝার উদাত্ত আহবান জানান। এ সময় অনান্যের মধ্যে উপস্হিত ছিলেন এস এম সির সদস্য জিয়াউর রহমান আব্দুর রকিব শিক্ষিকা নাজমিন সুলতানা কনিকা বিশ্বাস শিক্ষক সাধন কুমার দাশ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply