এম. এ কাশেম: টানা একমাস সিয়াম সাধনার পর আসছে মুসলিম উম্মাহর বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। এ উপলক্ষে সভাপতি-জনাব মোঃ আজমল উদ্দীন ও প্রধান শিক্ষক এম এ কাশেম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানায় ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আমাদের প্রিয় শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকবৃন্দ,কর্মচারী ও সূধী সমাজের। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক।
আমরা এমন একটি মুহূর্তে মুসলিম জাহানের প্রধান এই উৎসবটি উদযাপন করতে যাচ্ছি যখন দেশবাসীর মনে বিরাজ করছে এক অসহণীয় তাপদাহ। তবে ঝুঁকি নিয়ে অনেকেই বাজার থেকে পোশাক ও ঈদ সামগ্রী কেনা কাটা করে বাড়ি ফিরছে।
তবুও মাসব্যাপী সিয়াম সাধনার পরে সবার জন্য এই উৎসব আনন্দের উপলক্ষ হয়ে আসছে। তাই এ অবস্থায় সবাইকে যে যেখানে রয়েছি সেখান থেকেই ঈদের এই আনন্দ উদযাপন করা উচিত। কেননা ঈদের মর্মবাণীই হচ্ছে- মানুষের কল্যাণ, মঙ্গল এবং মানুষে মানুষে সুসম্পর্ক বজায় রাখা। তাই তো এদিন সবাই ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। এটাই ঈদ-উল-ফিতরের চিরন্তন আবেদন।
তাই এই অসহণীয় তাপদাহ থেকে নিজে নিরাপদ থাকি, পরিবার-সমাজকে সুরক্ষিত রাখি-এটাই হোক এবারের ঈদ-উল-ফিতরের প্রত্যয়। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা-ঈদ মোবারক। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক আমার প্রাণের প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে——
জনাব মোঃ আজমল উদ্দীন সভাপতি
ও
এম. এ কাশেম (প্রধান শিক্ষক)
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা
Leave a Reply