কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো :মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শুরুতে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন.স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পরবর্তী ক্রিড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক বৃন্দের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজাউল্লাহ রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সখিপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবরান আলী, মুক্তিযোদ্ধা এটিএম জামাত আলী,সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক। এসময় আমিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,পিটিএ সভাপতি আনোরুল ইসলাম.সমাজসেবক আব্দুল আলিম, জাতীয় পাটির নেতা আনারুল ইসলাম,অভিভাবক সদস্য কেএম রেজাউল করিম, ডা স্বপন কুমার, লতা রানী,তানিয়া সুলতানা,সহকারী শিক্ষক আকতার রেজা বাবুল,দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লাহ কল্লোলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ।
Leave a Reply