তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার( ৩১মে) বিকালে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম। এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১কোটি ২১ লক্ষ ৩৫ হাজার ২৬৫ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ৩৬লক্ষ ৯৯ হাজার ৫০৬ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় হবে ৮৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৯ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৩৭ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে ব্যায় হবে ৩৪ লক্ষ ৭৭ হাজার ১শত ৯০ টাকা ও উন্নয়ন খাত থেকে ব্যায় হবে ৮৪ কোটি লক্ষ ৫৯ হাজার ৮ শত ১০ টাকা। এ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ খোসরুল আলম ইজাহার আলী,ফেরদৌস মোড়ল শেখ আঃ হাকিম মোঃ রফিকুল ইসলাম,মাসুম বিল্লাল গাজী সচিব মোঃ শহিদুল ইসলাম সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ফারহানা ইয়াসমিন লাকি, জয়ন্তী রানী মন্ডল বিলকিস বেগম,সুধিজন উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম ফারুক জানান, বাজটেটি যুগোপোযোগী ও জনবান্ধব। ২০২২-২৩ অর্থ বছরে উদ্ধৃত্ব ২লক্ষ ৬২ হাজার ১শত পনের টাকা৷
Leave a Reply