নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সুনামধন্য দৈনিক আজকের সাতক্ষীরা পত্রকিার পাইকগাছা প্রতিনিধি সাংবাদকি ইব্রাহিম সানার মাতা রাশিদা বেগম (৫০) গ্রামঃ গোপালপুর পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা, ৩০ জুলাই রবিবার রাত ১০.৩০ ঘটিকায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেনে (ইন্নালল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তার স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রখেে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে আত্মীয়-স্বজনসহ বিভিন শ্রেনীর-পেশার মানুষ জানাজায় নামাজে অংশগ্রহণ করনে, পাইকগাছা উপজলো আওয়ামী লীগরে সভাপতি ও উপজলো চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর ও প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু। প্যানেল মেয়র দুই এস এম তৈইবুর রহমান, কাউন্সিলর আব্দুল গফ্ফার মোড়ল সাবেক প্যানেল মেয়র আনিসুর রহমান মুক্ত সহ গ্রামের গণ্যমান্য ব্রক্তিবর্গ। দক্ষণি গোপালপুর বায়তুল ফালাহ জামে মসজিদে সকাল ১০: ঘটিকায় জানাজা নামাজ আদায় করা হয়। মহান আল্লাহ যনে তাকে জান্নাতবাসী করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরবিারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সদস্যবৃন্দ।
তার মৃত্যুাতে দৈনিক আজকের সাতক্ষীরা পতিকার সদস্যবৃন্দ গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সম্পাদক ও প্রকাশক জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহ-নিবার্হী সম্পাদক এম এ কাশমে, গাজী শওকাত হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সম্পাদক শখে তহিদুর রহমান ডাবলু, শেখ নাজমুল হোসেন, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ মেহেদী হাসান, র্বাতা সম্পাদক মোঃ তুহিন হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ আঃ মোমিন (সদর), আবু সাঈদ সদর, মনজুর কাদির, আবু বক্কার সিদ্দীক হেরা,কাজী মারুফ হোসেন, সোহানুর রহমান শাহিন, জাহাঙ্গীর হোসেন, খায়রুল বাসার, আবু সাঈদ ধুলিহর, আল আমিন রোকন, দেবহাটা থেকে কে এম রেজাউল করীম, মোমিনুর রহমান, মোঃ শাহিনুল ইসলাম, তালা থেকে মাওলানা মিজানুর রহমান, গোবিন্দ কুমার রায়, আজিবর রহমান, কলারোয়া থেকে শেখ রাজু রায়হান, মোঃ হোসেন আলী, আলমগীর হোসেন, কামরুজ্জামান, কালিগঞ্জ থেকে শিমুল হোসেন, জি এম মামুন, আঃ কাদের, ফরীদুল হক, জি এম রাজু আহমেদ, আশাশুনি থেকে মইনুল ইসলাম, খায়রুল ইসলাম, লিংকন আসলাম, বাবুল হোসেন, ফয়সাল হাবিব, আলমগীর, শ্যামনগর থেকে ফিরোজ হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ আলী র্মোতাজা, চুকনগর থেকে শংকর কুমার মন্ডল,আব্দুস সেলিম, কামাল হোসনে, নিতাই কুমার, ডালিম রেজা, পাইকগাছা থেকে কাজী সোহাগ হোসেনসহ প্রমূখ।
Leave a Reply