আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন, নিয়মিত মামলায় ০১ জন, ওয়ারেন্ট ভূক্ত ০৩ জনসহ মোট ০৫ জন আসামী আটক করা হয়েছে।শুক্রবার ইং-১১/০৩/২০২২ তারিখে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আজিজুল ইসলাম, ফকির জুয়েল রানা, আমিনুল ইসলাম, ও এএসআই তপন কুমার।অভিমান পরিচালনাকালে উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ জালাল সানার পুত্র মোঃ সোহান হোসেন, মোঃ আছাদুল ইসলাম, সিআর-৩১৫/১৭ (সাতঃ) ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড,আগরদাড়ী গ্রামের রাজ্জাক সরদারের পুত্র মোঃ মিঠুন সরদার জিআর-১৮৮/২১,বলাবাড়িয়া গ্রামের মৃত ধীনেন্দ্র নাথ মন্ডলের পুত্র শৈলেন্দ্র নাথ মন্ডল,সি.সি ২০৩/১৬, উত্তর একসরা গ্রামের মোঃ সান্ডার মোড়লের পুত্র মোঃ ওসমান গনি সিআর-১১৫/২১ (আশাঃ),আনুলিয়া গ্রামের নুর মোহাম্মদ গাজীর পুত্র মোঃ মারুফ হোসেন (২৭) মামলা নং-১(৩)২২, সর্ব থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদেরকে নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে ইং-১১/০৩/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply