আল আমিন রোকন: সাতক্ষীরা আশাশুনি চাপড়া সড়কের ভালুকা চাদপুর নামক স্থানে মেইন সড়কে ঝুকির মধ্যে চলছে হাজারো পথচারি,যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা অথচ কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে। বুধবার বিকালে সাংবাদিক আল আমিন রোকন সরজমিনে যেয়ে দেখতে পেল দরবাস্তিয়া ও ভালুকাচাদপুর মাঝ বরাবর রাস্তার দু ধারের অসংখ্য শিশু গাছ সুকিয়ে গেছে,মাঝে মাঝে ছোট বড় ডাল হঠাৎ হঠাৎ করে ভেঙ্গে পড়ছে, অথচ প্রতিনিয়ত উক্ত রাস্তা দিয়ে হাজার হাজার পথচারি যাতায়াত করছে, যাতায়াত করছে অসংখ্য যানবাহন, আতংকের মধ্যে চলাফেরা করছে পথচারিরা, যে কোন মুহুর্তে সুকনা গাছের বড় ডাল বা গাছ ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মতামত প্রকাশ করছে স্থানিয় সচেতন মহল। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রæত ভাবে সুকনা গাছ গুলো কাটার ব্যাবস্থা করা হোক এমন দাবি উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্থানিয় সচেতন মহলের।
Leave a Reply