আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দের অভিষেক অনুষ্ঠান সাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। অধ্যক্ষ গৌরপদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হাবিবুর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষক কুরনাময় সানা। অনুষ্ঠানে নবনির্বাচিত মহিলা মেম্বার বিউটি কবির, তাহেরা বিশ্বাস, আরতি রানী সরকার, নবনির্বাচিত মেম্বার আলহাজ্ব আঃ মাজেদ গাজী, আঃ কাদের গাজী, নজরুল ইসলাম, আঃ কাদের সানা, বসির আহমেদ টুকু, আলমগীর হোসেন আঙ্গুর, উত্তম কুমার দাশ, আঃ রশিদ, বিশ্বনাথ সরকার। প্রধান অতিথি এবিএম মোস্তাকিম তার বক্তব্যে বলেন, কুল্যার নবনির্বাচিত চেয়ারম্যানের সুখ্যাতির কথা আমরা শুনেছি। তার আচার আচরণ, ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর অতীত কৃতিত্বই তাকে আজকে চেয়ারম্যান হতে সহায়তা করেছে। তিনি এই পথে থাকলে আগামীতে তিনি আবারও নির্বাচিত হবেন ইনশাল্লাহ। ইউনিয়নের মেম্বারদের বেশীর ভাগই একাধিকবার নির্বাচিত। তাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ নেই বলেই আবারও ভোট দিয়েছে। নতুনরাও জনগণের ভালবাসায় সিক্ত হয়ে নির্বাচিত হয়েছেন। আমি উপজেলা পরিষদে ইউনিয়নের ন্যায্য তাদেরকে দিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। তিনি বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশের মানুষের জন্য যেভাবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছেন, তার প্রতিফলন দেশের অসহায় মানুষের দিকে তাকালে ভেসে ওঠে। গৃহদান, জমি দান, অর্থ সহায়তা, খাদ্য সহায়তা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার্থীদের বইয়ের ব্যবস্থা, এমনকি দেশের সকল বৃদ্ধ মানুষের জন্য বয়স্ক ভাতা প্রদানের সদিচ্ছাসহ এমন কোন সেক্টর নেই যেখানে তিনি কাজ করেননি। এজন্য চেয়ারম্যান মেম্বারদের কাছে আমার অনুরোধ আপনারা প্রধানমন্ত্রীর বাস্তবায়িত কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করুন। নিজেরাও এই কর্মকান্ডকে সুচারু ভাবে জনগণের কাছে পৌতে দিয়ে ধন্য হোন। তাহলে আমরা সবাই উন্নয়নের স্পর্শে যেয়ে নিজের, নিজের এলাকার ও দেশের স্বার্থে কাজ করতে পারবো।
Leave a Reply