আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বর ও বুধহাটা এনএ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নব নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ এস এম মোখলেছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, অবঃ প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুলু, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্য মোজাম্মেল হক, আলহাজ্ব শফিউল ইসলাম, আব্দুর রব, রবিউল ইসলাম, এস এম ফিরোজ আহম্মেদ, শীষ মোহাম্মদ জেরী, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, মহিলা মেম্বর বিউটি খাতুন, দোলন খাতুন ও মমতাজ বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা প্রভাষ কুমার চুটু।
Leave a Reply