আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সিহাবুল ইসলাম শিহাব। সভায় ইউপি সদস্য রবিউল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার দোলন খাতুন, ব্যবসায়ী বাপ্পি দেবনাথসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সম্পাদকমন্ডলী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা জোরদার করার আশ্বাস প্রদান করা সহ প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান অতিথিবৃন্দ।
Leave a Reply