স্টাফ রিপোর্টার: আশাশুনিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর ভার্চ্যুয়াল অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সোভনালী ইউনিয়নে ৩৯টা, কুল্যা ইউনিয়নে ৩টা, বুধহাটা ইউনিয়নে ৩টা, আশাশুনি সদর ইউনিয়নে ১টা ও শ্রীউলা ইউনিয়নে ১টা মোট ৪৭ টি পরিবারের ভূমিহীন, গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম হোসেন উজ্জামান, জগদীশ চন্দ্র সানা, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুল আলম ডাবলু, দীপঙ্কর কুমার বাছাড়, ওমর সাকি পলাশ, দীপঙ্কর কুমার দীপ, রুহুল কুদ্দুস, হাজ্বী আবু দাউদ মোড়লসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুফলভোগী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply