আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কারিতাস’র ইন্টিগ্রেটেড আইডিআরআর প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস, জার্মানির আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ’র খুলনা অঞ্চলের ইন্টিগ্রেটেড আইডিআরআর প্রকল্প এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। প্রকল্পের ফিল্ড অফিসার আলোইসিয়াস গাইনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার রাজিবুল হাসান, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম,কারিতাসের ডিএম তাপস সরকার, আইডিআরআর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর পবিত্র কুমার মন্ডল, মিল কো-অর্ডিনেটর মেহেদী হাসান খান প্রমুখ।
Leave a Reply