আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বরণ চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, এসএপিপি আব্দুল গনি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী ইঁদুর নিধন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply