আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম মতবিনিময় করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবোদ কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, অধ্যাপক হিরুলাল বিশ্বাস, সুরঞ্জন কুমার ঢালী, অবঃ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সুশান্ত মিত্র বাপনসহ বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পুজা মন্ডপ পাহারার ব্যাপারে সার্বক্ষণিক ব্যবস্থা নেয়া, সিসি ক্যামেরা দ্বারা মন্ডপ এলাকা নজরে রাখাসহ পুজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply