আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে ১০পিস ইয়াবা, ১০০গ্রাম গাঁজা ও নিয়মিত মামলার আসামীসহ মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে পুলিশ পদির্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, এএসআই মোঃ হান্নান মিয়া, মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দাল গ্রামের মৃত মোকাম বিশ্বাস এর ছেলে মোঃ আছাদুল বিশ্বাস (৪০)কে গোয়ালডাঙ্গা বাজার থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। এসংক্রান্ত মাদক আইনে থানায় ১৫(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে।
কাদাকাটি ইউনিয়নের আরার গ্রামের মোঃ নাজিমুদ্দীন মালীর ছেলে মোঃ শিমুল হাসান (২১)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসংক্রান্ত মাদক আইনের থানায় ১৬(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া থানার ২০(৭)২৪ নং মামলার আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত জয়নুদ্দিন সরদারের ছেলে মোঃ আব্দুস সাত্তার সরদার (৬৪)কে তার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
Leave a Reply