আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, শ্যামা প্রসাদ রায়, এএসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে খুলনা জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন ইসলামপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফাজতে আটক ছিল বলে জানা গেছে।
Leave a Reply