নিজস্ব প্রতিনিধিঃ আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি থানায় যোগদান করেন। মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরা সদর থানায় (তদন্ত) ওসি হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার খানজাহান আলী উপজেলায়। তিনি এর আগে ঢাকায় পাঁচবছর এবং চট্টগ্রামে ২ বছর ও বাগেরহাট সদর থানায় একবছর এসআই হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় দুই বছর ৫ মাস পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সাতক্ষীরা সদর থানার পুলিশ ফাঁড়িতে এক বছর অফিসার ইনচার্জ হিসেবে কাজ করার পর ২৭/০২/২০২২ রবিবার সন্ধ্যায় আশাশুনি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি হিসেবে কাজ করার জন্য যোগদান করেন। এ সময় নবাগত ওসি (তদন্ত) আশাশুনিতে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুায়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে সাংবাদিকসহ এলাকাবাসীর প্রত্যাশা করেছেন। নবাগত (তদন্ত) ওসিকে যোগদানের পর ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), এসআই জাহাঙ্গীর সেলিমসহ থানার অফিসার বৃদ্ধ।
Leave a Reply