স্টাফ রিপোর্টারঃ আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান কে ফুলের শুভেচ্ছা প্রদান করে মতবিনিময় করেছেন উপজেলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সোমবার বিকালে নবাগত ইউএনও এর কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এ ফুলের শুভেচ্ছা প্রদান শেষে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। উপজেলা নাগরিক সমাজের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাতে গেলে এ সময় আশাশুনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন আমি এ গুরু দায়িত্ব যাতে ন্যায় নিষ্ঠার সাথে স্বচ্ছ জবাবদিহিতার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের দোয়া ও আর্শিবাদ সহ সার্বিক সহযোগীতা কামনা করি। তিনি বলেন এখানে যোগদান করার পর আমি অফুরন্ত ভালবাসা ও উপজেলা বাসীর আন্তরিকতা পেয়েছি। আমি সকলের সার্বিক সহযোগীতা নিয়ে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার মজবুত টেকসহি ওয়াপদা ভেড়িবাধ নির্মান কাজ সম্পন্ন করতে চাই। যাতে এ উপকুলের মানুষ বার বার ভেড়িবাধ ভেঙ্গে নদীর পানিতে প্লাবিত হয়ে যাতে ক্ষতিগ্রস্থ না হয়। আমি গত কয়েকদিন আশাশুনি উপজেলার প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ খাজরা, প্রতাপনগর, আনুলিয়া, ও শ্রীউলা সহ আশাশুনি সদরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। তাতে আমার মনে হয়েছে এ উপজেলার বাস্তব চিত্র প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হয়ে পূর্বের ঐতিহ্য হারিয়ে গেছে। তাই সকলের সহযোগিতা নিয়ে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমার গ্রাম আমার শহর যাতে বাস্তবায়ন করতে চাই। তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রকল্প ভূমিহীন অস্বহায় ও বাস্তুহারা মানুষের জন্য যে জমি ও ঘর বরাদ্ধ দিয়েছেন তা সঠিক ভাবে কাজ হচ্ছে কিনা দেখার দায়িত্ব আপনার আমার সকলের। আপনারা সকলে খোজ খবর নিবেন ঠিক ঠাক মত গরিবদের ঘর নির্মান কাজ হচ্ছে কিনা। আপনারা কোন রকম অনিয়ম দূর্নীতি লক্ষ করলে আমাকে খবর দিবেন। খবর পাইলে যদি কেউ ঘর নির্মানে অনিয়ম দূর্নীতি করে তাদেরকে কোন রুপ ছাড় দেওয়া হবেনা আইনের আওতায় আনা হবে। তিনি বলেন আমার কাছে কোন মানুষের ভেদাভেদ নাই। সকলের জন্য আমার দরজা খোলা। সকাল বিকাল যখন যে সময় প্রয়োজন নিদ্ধিদায় আমার কাছে আসবেন। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যতটুকু পারি আইনের মধ্যে থেকে ততটুকু সহযোগীতা করব। আমার কাছে আসতে হলে কোন মাধ্যম লাগে না। কোন কাজ থাকলে সরাসরি আসবেন। এ সময় নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন আশাশুনি বাসী উন্নয়নের ব্যাপারে সকল ভেদাভেদ ভুলে একই কাতারে এসে দাঁড়ায়। এ উপজেলার মানুষ অত্যান্ত ভাল। আপনি যখন আমাদের মাঝে এসেছেন তখন সবই জানতে পারবেন। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাকে কথা দিয়ে যাচ্ছি যখন যে পরিস্থিতিতে যে সহযোগীতা চাইবেন সে ভাবেই আমরা চেষ্টা করব সব রকম সহযোগীতা দিতে ইনশাল্লাহ। ফুলের শুভেচ্ছা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সহ-সভাপতি আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মুজিবর রহমান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও উপজেলা নাগরিক সমাজের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক থানা জামে মসজিদের ঈমাম হাফেজ বাকী বিল্লাহ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবীব, প্রচার সম্পাদক আশাশুনি রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এম,এম সাহেব আলী সহ উপজেলা নাগরিক সমাজের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
Leave a Reply