স্টাফ রিপোর্টার: আশাশুনিতে নবাগত নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে বরণ করা হয়েছে এবং নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা প্রদানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার রাজিবুল হাসান, পিআইও মাঃ সোহাগ খান, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কালাম মোড়ল সহ সরকারি কর্মকর্তা বৃন্দ। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply