শাহিনুর ইসলাম: “এসো স্মৃতির প্রাঙ্গণে,মিলি প্রীতির বন্ধনে”এই প্রতিপাদ্য বর্ণাঢ্য আয়োজনে দেবহাটা উপজেলার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১১ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমাদুল হক, প্রাক্তন শিক্ষক মোশারাফ হোসেন ও মো: ইউনুছ আলী, শিক্ষক রফিক-উল-ইসলাম খান, রাম প্রসাদ, তপন কুমার বাইন, মুজিবুদৌলা শামীম, সন্তোষ কুমার, মিজানুর রহমান, শিক্ষীকা জ্যোতি রাণী ও সাফিয়া পারভীন। অনুষ্ঠানে বন্ধুরা তাদের পুরাতন বন্ধুদের পেয়ে হই উল্লোল ও গাল গল্পে মেতে উঠে। বন্ধুদের পদচারণা এবং সৌহার্দ্য-সাক্ষাতের মাধ্যমে ঈদের আনন্দ মিলনমেলায় পরিণত হয়। চলে আনন্দ আড্ডা, কেককাটা, খেলাধুলা, খাওয়া-দাওয়া, আলোচনা, ছবি তোলা ও শিক্ষকদের সাথে খোশগল্প।
২০১১ব্যাচের ছাত্র আলমগীর বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্দেশ্য শুধু আনন্দ উপভোগ করাই নয়, বরং একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, পুরনো স্মৃতিগুলো মনে করা এবং নতুন কিছু পরিকল্পনা গড়ে তোলা। আমাদের উচিত, এই বন্ধনকে আরও দৃঢ় করা, যেন আগামী বছরগুলোতে আমরা আরও বড় পরিসরে এই আনন্দ ভাগ করে নিতে পারি।
ফিরোজ আলম বলেন, আমাদের শিক্ষকরা এক সময় আমাদের মানুষের মত মানুষ হওয়ার জন্য কত কিছু বলতো তখন আমরা মনে করতাম স্যারেরা কি বলে। আসলেই শিক্ষকদের অনুপ্রেরণা আজ আমাদের সফতার দার প্রান্তে পৌছিয়ে দিছে। পিতা মাতার পরে শিক্ষকদের স্থান এটা আমাদের সকলের বোঝা উচিত।
জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহা, যে ঈদই হোক না কেন, এটি আমাদের জীবনে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সারাবছরের ব্যস্ততার মাঝে আমরা যখন পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সাথে দেখা করতে পারি না, তখন ঈদ আমাদেরকে সেই সুযোগ এনে দেয়। এই বিশেষ দিনে সবাই মিলে একত্রিত হওয়াটা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।
আজকের এই মিলনমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আমরা কেবল একে অপরের পরিচিত নই, বরং আমাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
পরিশেষে এমন উদ্যোগ প্রতি বছর নেওয়ার সিন্ধান্ত নেওয়া হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply