নিজস্ব প্রতিনিধি: দেবনগর আকবর আলী ফাউন্ডেশনের আয়োজনে ও সার্বিক গ্রাম উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠন এর উদ্েযাগে সোমবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আব্দুল আহাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক ও গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ লিটন, আরশাদ আলীসহ অত্র গ্রামের নারী পুরুষ, স্কুল শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যাক্তিবৃন্দ। সমাবেশ অতিথিরা বলেন নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে, বাল্যবিয়ে, ইভটিজিং, পাচারসহ মাদক প্রতিরোধ করে সমাজকে সচেতনতা করার প্রত্েযক মানুষের দায়িত্ব। প্রত্েযককের বাচ্চার প্রতি সর্বসময় খেয়াল করতে হবে যাতে করে অসামাজিক কাজ থেকে ও মাদক থেকে দুরে থাকে। স্কুল কলেজের সময় বাচ্চাররা সঠিক সময় যাচ্ছে কিনা শুধু তাই নয় সময় মত বাড়ি ফিরছে কিনা। পড়াশুনার পাশাপাশি নিয়মিত খেলা ধুলো করলে শরীর ভালো থাকে এবং মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন।
Leave a Reply