নিজস্ব প্রতিনিধি: শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা পৌরসভা জামে মসজিদে যোহর নামাজ শেষে “হাসিমুখ’’ সেঞ্চুরী সাতক্ষীরা তারই ধারাবাহিকতায় মুসল্লীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (২১ শে মার্চ) যোহর নামাজ শেষে হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা পরিচালক আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন এর সুস্বাস্থ্য ও মঙ্গলকামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভা জামে মসজিদের নির্ধারিত ইমাম সাহবে। দোয়া অনুষ্ঠান শেষে ’’হাসিমুখ’’ সেঞ্চুরী সাতক্ষীরা পক্ষ থেকে উপস্থিত ৮৪ জন মুসল্লীদের মাঝে পবিত্র মাহে রমজানের আগে তোহাফা-তসবিহ,আতর, মেসওয়াক ও ধর্মীয় কিতাব উপহার বিতারন করা হয়। মুসল্লী সূত্রে জানা যায়, শেখ এজাজ আহমেদ স্বপন অত্যন্ত ধার্মিক, বিনয়ী, সৎ ও বিচক্ষন মানুষ ছিলেন।
Leave a Reply