ফিংড়ী প্রতিনিধি, আলামিন রোকন: ফিংড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফিংড়ী ঘোষপাড়া মদন ঘোষের পুত্র হোটেল ব্যবসায়ী চয়ন ঘোষের বাড়ি থেকে স্বর্ন, মোবাইল,টাকা চুরি হয়েছে। সোমবার আনুমানিক রাত-২ টায় জামরুল গাছ বেয়ে চিলেকোটার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে, বাক্সে রাখা দুই ভরি ওজনের স্বর্ন অলংকর,মোবাইলে ফোন,নগদ টাকাসহ আসবাসপত্র নিয়ে যায়। জরোজমিনে গিয়ে জানা যায় তারা ঘুমিয়ে থাকায় সুযোগ বুঝে ৪-৫ জনের একটা সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটায়। ফিংড়ী ইউনিয়নে প্রতিনিয়ত গভীর রাতে চুরি হচ্ছে, ফিংড়ী সহ আশপাশের গ্রামগুলোতে প্রতিরাতে চুরি সংঘটিত হচ্ছে, ধারনা করা হচ্ছে উঠতি বয়সে মাদক সেবীরা এসমস্ত কাজের সাথে উড়িত,আগে থেকে তার্গেট করে রাতে এসে হানা দেয় এসব সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগী চয়ন ঘোষ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহাদয়, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ, ব্রাক্ষরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মহাদয়ের দৃষ্টি কামনা করছেন।
Leave a Reply