নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভায় ১নং ওয়ার্ডে কাটিয়ার লস্কার এলাকায় গত এক সপ্তাহ ধরে ব্যাপক চুরি বেড়ে গেছে। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। চোরেরা এলাকার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোনসেট, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, ইজিবাইক, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। ভুক্তভোগীর কাছ থেকে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় ১নং ওয়ার্ডের কাটিয়ার লস্কারপাড়ায় এলাকায় মোঃ রবিউল ইসলাম জানান আমাদের এলাকায় চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। ভুক্তভোগীরা বলেন, ‘চোরেরা সাধারণত গভীর রাতে বাড়িতে হানা দিচ্ছে। তারা নানা কৌশল অবলম্বন করে বাসা বাড়ির মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। চোরের কারণে আমরা অতিষ্ঠ। সব সময় আশঙ্কায় থাকতে হয়। প্রতি সপ্তাহেই চুরির ঘটনা ঘটছে। চোরের উৎপাত রোধে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply