তুহিন হোসেন: ‘সাধারণ জ্ঞান নিজে জানো, দেশকে জানাও’এই স্লোগান সামনে রেখে শুরু হলো কুইজ কুইজ ও চিত্র অংক প্রতিযোগিতা। মূলত সাধারণ জ্ঞানের চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন। নিজেকে যাচাই করতে আপনিও এতে অংশ নিতে পারেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরায সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর“জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরাতে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী হলো: (ক বিভাগ= শিশু শ্রেনি – ২য় শ্রেনি), (খ বিভাগ= ৩য় শ্রেনি – ৫ম শ্রেনি), (গ বিভাগ= ৬ষ্ঠ শ্রেনি – ৮ম শ্রেনি), (ঘ বিভাগ= ৯ম শ্রেনি – ১০ম শ্রেনি)।
বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরাতে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ প্রমুখ।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম বলেন এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ পাওয়া যায়। প্রতিযোগিতায় হার-জিৎ বড় বিষয় নয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন কিছু শেখাই বড় ব্যাপার। এই আয়োজন সবার জন্য নতুন কিছু শেখার সুযোগ তৈরি করবে বলে মনে করি। তিনি আরোও বলেন চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণে এই আয়োজন অংশগ্রহণকারীদের জন্য দারুণ কাজে আসবে। তিনি মনে করেন এমন প্রতিযোগিতা সৃজনশীলতা বৃদ্ধি ও শুদ্ধ জ্ঞানচর্চাকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
Leave a Reply