নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড ফান্ড শুধু বিচারপ্রার্থীদের জন্য না, এটা করোনায় আক্রান্ত,শীতার্তসহ সাধারণ মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে।আমরা কিন্তু লিগ্যাল এইড কার্যক্রম প্রসারণে থেমে নেই। আমরা সারা বছর সার্ভিস দিয়ে যাবো। ব্যক্তির পরিবর্তন হলে কাজের বা পরিকল্পনার পরিবর্তন ঘটে। অনেকে বলে থাকে গরিবের জন্য ‘আইন নেই, বিচার নেই’ এটা সত্যি না, বর্তমান সরকার গরিবদের জন্য লিগ্যাল এইডের ব্যবস্থা করেছে। দেশ প্রেম না থাকলে কিন্তু আমরা এগোতে পারবোনা এজন্য সবার মধ্যে দেশ প্রেম থাকতে হবে। মানবসেবায় আমাদের নজর দিতে হবে কারণ মানবসেবাই সবচেয়ে বড় ধর্ম। এজন্য সকাল থেকেই রাত্র পর্যন্ত লিগ্যাল এইডকে এগিয়ে নিতে কাজ করতে হবে। সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, ডেপুটি জেলার মোঃ রাকিব শেখ, পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি তপন কুমার দাস, জেলা আইনজীবী সমিতির সা. সম্পাদক আকম রেজাউন উলাহ সবুজ, পিপি আকরাম হোসেন। বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, স্বদেশের প্রোগ্রাম অফিসার আজাহার হোসেন, সেলফ ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির, প্যানেল আইনজীবী এ্যাড.খায়রুল বদিউজ্জামান ও উত্তরনের লিগ্যাল এইড অফিসার মোঃ মুনির উদ্দিন ও উন্নয়ন কর্মী সাকিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি সদস্য ও পর্যবেক্ষণ সদস্য বৃন্দ। সাতক্ষীরা জজশীপের সিনিয়র বিজ্ঞ সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার সালমা আক্তারের সঞ্চালনায় সভায় তার লিখিত তথ্য উপস্থাপনায় জানা যায় ১ ডিসেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত জেলা লিগ্যাল এইড কমিটির কাছে মোট আবেদনের সংখ্যা জমা পড়ে ৫৬ টি। তারমধ্যে সরাসরি আবেদনের সংখ্যা ৪৪ টি, জেলখানা হতে প্রাপ্ত সংখ্যা ৪ টি, অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ৫ টি এবং এনজিও হতে ৩ টি। গত মাসে মোট মামলা দায়ের হয়েছে ৩৫ টি, এডিআর হয়েছে ২১ টি, নিষ্পত্তি করা হয়েছে ৪৬ টি, সফল নিষ্পত্তি হয়েছে ৯ টি, বিফল হয়েছে ৩৭ টি, আবেদনকারীদের পরামর্শ প্রদান করা হয়েছে ২৯ জনকে। মোট আইনজীবী কর্তৃক দাখিলকৃত বিলের সংখ্যা ছিল ১২ টি, যার বিপরিতে ফি সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে ৩৯,০০০ টাকা। সভায় উপস্থিত ছিলেন জেলা জজশীপ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস, উন্নয়ন সংগঠন উত্তরণ, বরসা, সুশীলন, ব্র্যাক, স্বদেশ, ওসিসি, সুমনা ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন, অগ্রগতি সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা। জেলা লিগ্যাল এইড কমিটিতে সর্বমোট টাকা ছিল ৪,৩৯,৮৪৫ টাকা। এপর্যন্ত অসহায় বিচারপ্রার্থীদের যাতাযাত ও দুপুরের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ১০১৩ জনকে ৩,৩৭,৮১৫ টাকা এবং অবশিষ্ট রয়েছে ১,০২,০৩০ টাকা।
Leave a Reply