স্টাফ রিপোর্টার: ১১ নভেম্বর আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন বিএনপি-জামায়াতের সকল সড়যন্ত্র, অবরোধ, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করে ১১ নভেম্বর আওয়ামী লীগের খুলনার বিভাগীয় মহাসমাবেশ সফল করতে হবে। দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভা জনসুমুদ্্েরপরিনত করতে হলে নিজেদের দ্বিধা দ্বন্দ্ব ভূলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথি এস এম কামাল হোসেন আগামী জাতীয় নির্বাচনসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফলতার চিত্র তুলে ধরেন এবং দলীয় নেতা-কর্মীকে পড়া মহাল্লায় আগামি নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করতে নৌকার জন্য ভোট প্রার্থনার আহবান জানান। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন প্রমূখ। এছাড়া বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ, মহিলা লীগ,কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply