আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ১৫ মার্চ সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার ৯৬০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ উপজেলা, ৭৮ ইউনিয়ন ও ২ পৌরসভায় ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩ শিশুকে নীল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২৭ হাজার ১৩৭ শিশুকে লাল ক্যাপসুল দেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সাতক্ষীরা সিভিল সার্জন অফিস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আ. সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ইপিআই সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও রাশেদ উদ্দিন মৃধা প্রমুখ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু তাদের একটি অংশ অপুষ্টিতে ভুগছে। অন্ধত্ব একটি পরিবারের জন্য অভিশাপ। বছরে ২ বার ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের মাধ্যমে শিশুদের এ অন্ধত্বের অভিশাপ থেকে বহুলাংশে মুক্ত করা যায় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশু মৃত্যুর ঝুঁকিও কমানো সম্ভব। সেই লক্ষ্যে এবার ১৫ মার্চ সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২৬ লক্ষ শিশুকে ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা। আগামী শনিবার (১৫ মার্চ) ক্যাম্পেইনে ১ হাজার ৯৩৮টি টিকাদান কেন্দ্রে সরকারি ৯০৫ স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি ৩,৮৬৭ স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে। ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
Leave a Reply