1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

সাতক্ষীরায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উদ্ধর্গতির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা যুব দল। সাতক্ষীরা শহরের বাঁকাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও খুলানা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আলী আকবর চুন্নু। এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা আলাদা আলাদা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদেন। সমাবেশ স্থল এ সময় জনসমুদ্রে রুপ নেয়।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার অলী, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুল আলম বাবু প্রমুখ। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, তালা উপজেলার আহবায়ক মির্জা আতিয়ার রহমান, কলারোয়া উপজেলার আহবায়ক এমএ হাকিম সবুজ, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম দুলু, কালিগঙ্জ যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, দেবহাটা উপজেলার আহবায়ক কামরুজ্জামান কামরুল, আশাশুনি আহবায়ক শরিফুজ্জামান টোকন, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদল নেতা আলী আকবর চুন্নু বলেন, এই সরকারের আমলে আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে যার কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারন মানুষ এখন অতিকষ্টে জীবন যাপন করছে। আর ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকদের থামানো যাবে না! আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণ রাস্তায় নামলে পালানোর রাস্তা পাবেন না বলে হুশিয়ারী করেন।
তিনি এ সময় এই সরকারকে দ্রæত পদত্যাগ করে সুষ্ট, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহবান জানান। একই সাথে তিনি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রনসহ বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd