জিয়াউর রহমান : সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ীতে নিন্মমানের ইট দিয়ে রাস্তার কাজ চলছে এমন অভিযোগ করেছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়- ফিংড়ীর ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ ফিংড়ী কেন্দ্রিয় জামে মসজিদ হতে আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগ পর্যন্ত রাস্তাটি ছিলো বেহাল দশা। এবার রাস্তাটি বাজেট হওয়ার পর ঠিকাদার ভূগর্ভস্থ হতে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করে। বালু ভারাটের কাজ শেষ করে একেবারেই নিন্মমানের ইট দিয়ে সোলিং এর কাজ শুরু করেছে। এলাকাবাসী নিন্মমানের ইটের ব্যপারে প্রশ্ন তুললে ঠিকাদার এর লোক স্পষ্ট ভাষায় জানায় আপনাদের এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনারা বাঁধা দিলে আপনাদের রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখায়। এব্যাপারে দক্ষিণ ফিংড়ী মসজিদের সামনে সাদিয়া এন্টারপ্রাইজ এর মালিক আলহাজ্ব মোঃ জোনাব আলী গাজী (৬৫) এই প্রতিবেদক কে বলেন- এত নিন্মমানের ইট দিয়ে মসজিদের সামনে রাস্তা হলে ২/১ বছরের মধ্যে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মোঃ রফিকুল ইসলাম সরদার (৪৫) বলেন- সরকার রাস্তা তৈরী করছে জনভোগান্তি লাঘবের জন্য কিন্তু এই ইট দিয়ে রাস্তা হলে জনভোগান্তি লাঘবের বদলে আরো জনদূর্ভোগ বাড়বে। ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লূৎফর রহমান রাস্তাটি পরিদর্শন করেন এবং বলেন- ইট খুবই নিন্মমানের আমি ঠিকাদারের সাথে কথা বলবো যাতে ভালো ইট দিয়ে রাস্তাটি করা হয়। এলাকার একাধিক ব্যক্তিগন জানান- এই ইট দিয়ে রাস্তা হওয়ার চেয়ে না হওয়ায় ভালো। নিন্মমানের ইট সরিয়ে ভালো ইট দিয়ে রাস্তা তৈরীর জন্য সড়ক বিভাগ সহ ইউএনও এবং জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
Leave a Reply