নিজস্ব প্রতিনিধি: এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে গতকাল সকাল ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে লাইট হাউজের উদ্যোগে ও আইসিডিডিআরবি অর্থায়নে সদর হাসপাতালের ডাক্তারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন মোঃ হুসাইন সাফায়েত। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী। হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এএইচএম আসাদুজ্জামান শিমুল, মেডিকেল অফিসার ফারজানা রশিদ, কনসালটেন্ট ডাঃ আসাদুজ্জামান সহ আরো অনেকে। অনুষ্ঠানে সার্ভিক পরিচালনায় ছিলেন, লাইট হাউজের সাব ডিআইসি ইনচার্জ মোঃ সঞ্জু মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডাক্তারগণ মানুষের একান্ত শেবক হিসেবে সেবা দিয়ে থাকেন। এইসেবা কোন ক্রমে যাতে বৃথা না যায় এবং যার যার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। অফিস সময়ে কোন ডাক্তার ব্যক্তিগত ক্লিনিক বা হাসপাতালে রোগী দেখবে না। হাসপাতালে আগত সকল শ্রেণিপেশার মানুষের সেবা ব্যঘাত না ঘটে সেদিকে দায়িত্ববান হতে হবে প্রত্যেককে ।
Leave a Reply