নিজস্ব প্রতিনিধি: ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) তারিখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন সাতক্ষীরার উদ্দোগ্যে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,ক্যাব সাতক্ষীরা, বিভিন্ন খাদ্য ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর দেন। পণ্য বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে ওজনে কম দেওয়া হয়, ভেজাল মেশানো হয় ও লিখিত মূল্য ঘষামাজা করে পরিবর্তন করা হয়। ই-কমার্সের ক্ষেত্রেও প্রতারণার অনেক নজির রয়েছে। বিশ্ব বাজারে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশের বাজারে আগে আমদানি হওয়া সেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। ফলে আমরা সবাই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানসম্মত পণ্য নির্ধারিত দামে বিপণন নিশ্চিতে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।তিনি বর্তমানে সাতক্ষীরা জেলার বিভিন্ন খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খাদ্য উৎপাদন,সরবারহ, সংরক্ষণ বিষযে সভার সভাপতি মাননীয় জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয় কে অবহিত করেন। জেলা প্রশাসক মহোদয় খাদ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ট্রেনিং এবং খাদ্য স্থাপনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ প্রদান করেন।
Leave a Reply