জিয়াউর রহমানঃ সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের গাভা গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ হানিফ আলী গাজীর পৌত্র এবং মরহুম মিজানুর রহমান ও ফরিদা বেগমের ছোট পুত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র জি এম মাসউদুর রহমান ইসলামীক আইকনের গৌরব অর্জন করেছেন। তার পারিবারিক সূত্রমতে জানা যায়- জি এম মাসউদুর রহমান ২১/০৩/২০০১ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। সাতক্ষীরা দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে ২০১২ সালে ৩০ পারা হেফজ্ করেন। পাগড়ি প্রাপ্তির পর তিনি ঢাকার সাভারস্হ জাবাল ই নুর ক্যাডেট মাদ্রাসায় ভর্তি হন এবং জে এস সি এবং এস এস সিতে জিপিএ- ৫ ( গোল্ডেন অ+) সহ ঢাকা বিভাগে ২য় স্হান অধিকার করেন। এরপর আই এস সিতে তামিরুল মিল্লাত থেকে জিপিএ- ৫ ( গোল্ডেন অ+) সহ ঢাকা বিভাগে ৬ষ্ট স্হান অধিকার করেন। ২০২১ সালে মেডিকেল এডমিশানে সরকারি ভাবে ৪৪০০ বাছাইকৃত ছাত্র ছাত্রীর মধ্যে ১৭১৫ তম স্হান অধিকার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেটে ভর্তি হন। এছাড়া ২০১৫ সালে জ্ঞানের আলো প্রতিযোগিতায় সারাদেশব্যপি হাজারো প্রতিযোগীদের মধ্যে তিনি ৩য় স্হান অধিকার করেন। বাংলাদেশের বেক্সিমকোর আয়োজনে ইসলামীক আইকন বাছাইয়ে হাজার হাজার প্রতিযোগীর মৌখিক ও লিখিত পরীক্ষায় সেরা ৪৮ টিভি রাউন্ডের জন্য বিবেচিত হন। এই সেরা টিভি রাউন্ডার ৪৮ জনের মধ্যে সাতক্ষীরার জি এম মাসউদুর রহমান ৫ ম স্হানের গৌরভ অর্জন করেন। এ টি এন বাংলার বেক্সিমকো ইসলামীক আইকন প্রতিযোগিতায় জি এম মাসউদুর রহমান এবার ২য় থেকে ৩য় রাউন্ডে প্রতিযোগিতা করবেন। উল্লেখ্য যে, জি এম মাসউদুর রহমান সাংবাদিক মোঃ জিয়াউর রহমানের ভ্রাতুষ্পুত্র। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।
Leave a Reply